সনমানিয়া ইউনিয়নে জানামতে ২টা আশ্রম আছ্ একটা ঘোরশ্বা শ্রী শ্রী গোস্বামী আশ্রম। এখানে প্রতি বছর কীর্তন হয়। শীতকালে এই বিশেষ অনুষ্ঠানটি বেশ জমে উঠে।প্রায় সহস্রাধিক মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানটিতে। পার্শ্ববর্তী জেলার লোকজনেরাও অঙশগ্রহন করে এই কীর্তনে। প্রায় সপ্তাহ ব্যাপী সরগরম থাকে শ্রী শ্রী গোস্বামী আশ্রম।
এছাড়া আড়াল কুমুর পাড়ার নিকট পালবাড়ি গঙা মা আশ্রটিও সবিশেষ উল্লেখযোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস