Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এন জি ও

সনমানিয়া ইউনিয়নে ৫টি এন জি ও মাইক্রো ক্রেডিট ব্যবসা চারিয়ে যাচ্ছে।

১। আশা  যাদের বর্তমান ঋণ গ্রহীতার সঙখ্যা ২৫০০ বা তার অধিক

২। আলাপ। বানার পার সংলগ্ন এর বর্তমান অফিসে তাদের কর্মব্যস্তা লক্ষ করার মতো। অনেক গুরো লাগসই  মাইক্রো কেডিট পলিসি আছে এদের। আরাপের ভূমিকা প্রশংসনীয়।

৩।ব্রাক  সনমানিয়া ইউনিয়নে ব্যাকে প্রায় সহস্রধিক ঋণ গ্রহীতা আছেন।

৪।ডিসি আই। ঘোরশ্বা নদীর পাড়ে অবস্থিত এই এনজিওটি  খাচায় মাছ চাষ সহ বিভিন্ন সময় বিন্নি  লাগসই প্রযুক্তি নিয়ে ভারই কাজ করে আসছিল। হঠাত করেই এর তৎপরতা কমে গেছে। জনাব ফেরদেৌস সাহেব এর পরিচারনায় এই এনজিওটির কর্মকান্ড অত্যনস্ত প্রশংসনীয়।

৫। পল্লী বন্ধন  আড়াল গ্রামে অবস্থিত এই এনজিওটির গ্রহীতা কম। তবে টিকে আছে।