সনমানিয়া ইউনিয়নের দুপাশ দিয়ে প্রবাহিত দুটো নদ নদী। শীতলক্ষা ও ব্রহ্মপুত্র,ব্রহ্মপুত্র নদ এর উপর দিয়ে চারটি ব্রীজ নির্মিত হয়েছে একটি হাতির দিয়া বাজারিএর সাথে সংযোগ সাধন করেছে অপরটি সনমানিয়া বাজার হয়ে হাইস্কু্লের মাঠ ধেকে ওপারে নরসিংদী জেলার হারর দিয়া গ্রামের সাথে যুক্ত হয়েছে। বানার নদীর উপর তাতুয়াকান্দি ব্রীজটি নির্মিত হয়। আড়াল বজজার ও কির্তীবাসদীর সাথে আরেকটি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস