সনমানিয়া শব্দটি সম্মানীয়া শব্দেরই সমোচ্চারন। সম্মানীয় পুরুষবাচক আর সম্মানীয়া স্তী বাচক।ব্যাক্তি কখন সম্মান যোগ্য হয়। যখন তিনি জ্ঞানে এবং গুনে অগ্রসর হয়ে থাকেন।এই শব্দটির ভিতর অজানা কি এক ইতিহাস রয়েছে। যা জানাটা খুবই জরুরী।এই অঞ্চলে কেউ বা কোন মহীয়সী ছিলেন যিনি নিজগুনের স্বীকৃতি হিসেবে সম্মানীয়া উপাধিটি পেয়ে আছেন। আমরা ঠিক জোনিনা কে সেই সম্মানীয়া।তবে বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন বি এসসি সাহেবের এক অনুসন্ধানী মন্তব্য এখানে উল্লেখ করা যেতেপার। তিনি বলেছেন। ভাওয়াল জমিদারি শাসন আমলে গাজীপুরে সবচেয়ে বেশী রজস্ব কালেকশন দিতে পেরেছিল আমাদের ইউনিয়ন। তার পর জমিদার খুশী হয়ে নাম দিলেন সম্মানীয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস