Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান কার্যাবলী

গ্রামবাসীর ওয়ারিশ সূত্রে দখলাবৃত/ক্রয়কৃত সম্পত্তির নামজারী।সরকারী খাস জমি রক্ষনাবেক্ষন, খাজনা আদায় করা। মিসকেস মামলার বিষয়ে প্রতিবেদন পাঠানো।স্থানীয় পর্যায়ে টুকিটাকি ভুমি তথ্য সহায়তা করা।আসলে নাম জারীরর প্রস্তাবপত্র গৃহীত হয় এই ভূমি অফিসে।নামজারীর আবেদন করতে হয় এসি ল্যান্ড বরাবর।এই আবেদনের প্রেক্ষিতে এসিল্যান্ড সাহেব স্থানীয় ভূম অফিসে তহশীলদার বরাবর একটি প্রস্তাব পত্র পাঠান। যাহা সর্বোচ্চ ২০ কর্ম দিবসের মধ্যে তহশীলদার মহোদয় উপজেলা এসি ল্যান্ড বরাবর প্রতিবেদন দিতে বাধ্য থাকিবেন।আমাদের বর্তমান ইউএন ও সাহেবের ঐকান্তিকতায় নতুন করে চালু হচ্ছে কাপাসিয়ার ভূমি বিষয়ক স্বতন্ত্র এয়েব পোর্টাল।www.aclandkapasia.com আসলে পূর্বতন তরুণ এসিল্যান্ড সাহেবযুবায়ের সাহেবের উদ্যোগে ডোমেইন হোস্টিং কেনা হয়। এটিতেই পরিপূর্ণতা আনতে চাচ্ছেন বর্তমান এসি ল্যান্ড সাহেব।তিনি সর্বস্তরের দালারী বন্ধ করে দিয়েছেন।আমরা তার সাফল্যা ও দীর্ঘায়ু কামনা করি।