অর্ধশত বয়স হয়েছে এই স্কুলটির। স্থানীয় লস্কর বাড়ির রমিজউদ্দিন লস্কর এর উদ্যোগে তার চাচার নামে স্কুলটির প্রতিষ্ঠা হয়।বর্তমানে দুইটি পাকা ভবন আছে। একটি ভবন দ্বিতল বিশিষ্ট।সামনে রয়েছে চমৰকার একটি খেলার মাঠ। নিবিড় সবুজ ঘাসের এই ছবি দেখলে মন জুরিয়ে যায়।এই মাঠে প্রতি বৈশাখে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলা হয়। বিরাট ওয়াজ মাহফিল হয় ৩দিন ব্যাপী। বছরের কোরবানী ঈদ মেৌসুমে বিরাট গরু ছাগলের হাট বসে এই মাঠে।
বিদ্যালয়টি বর্তমান স্থানে স্হানান্তরিত হওয়ার পর উচ্চ বিদ্যালয় হিসাবে সীকৃতি লাভের জন্য যে পরিমান জমি দরকার ছিল তা দিতে আড়াল গ্রামের বিশিষ্ট যনাব সেবক মৌঃ মোঃ রমিজ উদ্দিন লস্কর সাহেব সম্মত হওয়ায় অএ বিদ্যালয়ের পূর্ব অর্থাৎ আড়াল বান্দব এম,ই,স্কুল পরিবর্তন করে সবচেয়ে বেশী জমি দাতা জনাব মৌঃ মোঃ রমিজ উদ্দিন লস্কর সাহেবের সম্মতি উচ্চ বিদ্যালয় সংক্ষেপে আড়াল ,জি ,এল ,উচ্চ বিদ্যালয় নাম করন করা হয় এবং মৌঃ মোঃ রমিজ উদ্দিন লস্কর সাহেবকে সর্ব সম্মতি প্র্রতিষ্ঠাতা ঘোষনা করা হয় ।
শ্র্রেনীছাএছাএীমোট ৬ষ্ঠ৬৬৮৬১৫২ ৭ম৫৭৬১১১৮ ৮ম৩৭৬১৯৮ ৯ম৩৭৪৩৮০ ১০ম৩৪৪২৭৬
বর্তমানে স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আছেন রমিজউদ্দিন লস্করের বংশধর রেজাউর রহমান লস্কর মিঠু।চারজন নির্বাচিত সদস্য আছেন
পরীক্ষার সংখ্যা------------------পাশের সংখ্যা
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস