Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে সনমানিয়া

কাপাসিয়া উপজেলার মানচিত্রের দিকে তাকালে সনমানিয়া পাওয়া যাবে উপজেলার দক্ষিণ পূর্ব প্রান্তভাগে।শীতলক্ষা নদী যেখানে কাপাসিয়ার বুক চিরে দুভাগ করে দিয়েছে তারই পূর্ব দক্ষিণ।ইউনিয়নের ঠিক দক্ষিণ থেকে শুরু হয়েছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার এরিয়া। পূর্ব দিকটা ছুয়ে আছে মনোহরদী উপজেলার সীমানা।উত্তরে ঘাগটিয়া ইউনিয়ন আর দক্ষিনের সবটা জুড়ে কড়িহাতা।

এক অনন্য সাধারণ প্রাকৃতিক রূপ বৈচিত্রের লীলাভূমি এই সনমানিয়া ইউনিয়ন। যেদিকেই তাকাবেন ভালো লাগবে। দক্ষিণে মাদুলি বিলে যাবেন। দুরন্ত হাওয়ার বিশুদ্ধ নিশ্বাস প্রশান্তির চিরচেনা ভূবনের কথা মনে করিয়ে দেবে। উত্তরে লাল মাটি উচুনিচু পথ দেখ ত দেখতে আপনার মনে হবে রবি ঠাকুরের সেই গান -- গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথা------- আমার মন ভুলায় রে-------এর ঘোরশ্বাব নদী নামের এক অপরূপ স্থান আছে।সেখানে কিছুক্ষিণ নেৌকায় চড়ে ঘুড়োনো আনন্দের হবে নিঃসন্দেহে।