Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দক্ষিণ গাঁও মির্জানগর উচ্চবিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

সংক্ষিপ্ত বর্ণনাঃবর্তমান দক্ষিন গাঁও র্মিজানাগর উচ্চ বিদ্যালয়,ডাকঃআড়াল বাজার,কাপাসিয়া,গাজীপুর।বিদ্যালয়টি ১৯৭১ সালের শেষের দিকে দক্ষিন গাঁও সরকারী প্রথমিক বিদ্যালয়ের সাথে বয়স্ক শিক্ষা হিসাবে নাইট স্কুর নামে চালু হয়।গ্রমের কিছু শিক্ষানুরাগী ব্যক্তি পরবর্তীতে গ্রমের নারী শিক্ষার উন্নতির কথা চিন্তাকরে একটি বালিকা বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধাতে এক সমত হওয়ায় দক্ষিন গাঁও ও র্মিজানাগর দুই গ্রমের যৌথ উদ্যেগে ০১.০১.১৯৭২ সন হইতে দক্ষিন গাঁও র্মিজানাগর নিন্ম-মাধ্যমিক বালিকা হসেবে একটি বিদ্যালয় চালু করা হয়।উক্ত স্থানে প্রয়োজনীয় ভূমি না থাকায় বিদ্যলয়টি স্থানান্তর করে র্মিজানাগর জনাব আবুল হাশেম সরকার ও তোফাজ্জল হোসেন সরকার সাহেব একটি টিনের ঘর উঠানোর জন্য প্রয়োজনীয় জমি দান করায় উক্ত স্থানে বিদ্যালয়টি স্থাপন করা হয়।০১.০১.১৯৭৩ সাল হইতে ১ম স্বীকৃতি লাভ করে ৩১.১২.২০০৯সাল পর্যন্ত নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে।০১-০১-২০১০ সাল হতে ৩১-১২-২০১২ সন পর্যন্ত দক্ষিন গাও মির্জানগর উচ্চ বালিকা বিদ্যালয় হিসাবে অনুমতি প্রাপ্ত হয়এবং ০১-০১-২০১৩ সন পর্যন্ত মহা শিক্ষা চালু করার অনুমতি পেয়ে দক্ষিন গাও মির্জানগর উচ্চ বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্টা লাভ করে।