Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নবনির্বাচিত জনাব মোঃ সাহাদাৎ হোসেন মাস্টার ও সকল সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হলো ৮ আগস্ট সোমবার
বিস্তারিত

আড়াল বাজারে হাটের দিন সোমবার ৮ আগস্ট ২০১৬। বিপুল জনমানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো নবনির্বাচিত জনাব মোঃ সাহাদাৎ হোসেন মাস্টার ও সকল সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান।অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্যদের অনেকেই উপস্থিত ছিলেন।উপসি।ত ছিলেন সাবেক এমপি শহীদুল্লাহ।তাঁর এই সদয় উপস্থিতি এবং দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের অনুপ্রানিত করেছে অনেক।সম্ভাবনার অনেক বিষয়ই তিনি সহজে তুলে ধরেছেন আমাদের চোখের সামনে।বিশেষ করে কাপাসিয়া উপজেলার ভাইস চেয়ারম্যঅন এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু ভাই ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত।আমরা খুবই গর্ববোধ করি মিঠু ভাইকে নিয়ে যিনি প্রথম নমিনেশনে প্রথম সুযোগেই বিপুল ভোটে উপজেলার মত অতি বৃহত্তর অবস্থান থেকে জয়ী হয়ে আমাদেরকেই জয়যুক্ত করেছেন।যেমনটি এর আগে ঘটেছিল এমপি শহীদুল্লার ক্ষেত্রেও।বিগত বারের মতো এবার ব্যাতিক্রম ছিল একটাই। পূর্ববর্তী চেয়ারম্যান েযে কোন কারনেই হোক উপস্থিত ছিলেন না।দলগত ভিন্নতা যতই থাকুক এখানে সবাই আমরা একাত্ম।এই সুমহান ঐতিহ্য আমাদের আছে।কোন খেলা বা প্রতিযোগীতায় দুপক্ষই কখনো জেতেনা।প্রমানটা হয় এখানেই যে দুজনেই ছিলেন সেবাদানের একই পথের পথিক।কমবেশীর তারতম্য কখনো কখনো হতেই পারে।এটা অস্বাভাবিক কিছুনা। এই আনুষ্ঠানিক সূচনা আমাদের আশ্বাস দিয়েছে ইউনিয়নের ভিতর থেকে সকল অবিচার, অন্যায় দূর্নীতি কঠিন হস্তে মোকাবেলা করা হবে।নতুন আঙ্গিকে সাজানো হবে গ্রাম আদালত।অবকাঠামোগত সংস্কারে উন্নয়নের দৃষ্টিভঙ্গিকেই প্রাধান্য দেয়া হবে।

ছবি
ডাউনলোড