১৭৮ নং মামলার যার বাদী একরামুল হক গোলজারী, বিবাদী ধনুমিয়া। ভূমি কলহ।উভয় পক্ষের উপস্থাপিত কাগজপত্রাদি বিবেচনা করত উপস্থিত সালিশানদের মতামতের প্রেক্ষিকে ইত্তর সড়কের নামায় ২১ নম্বর খতিয়ানভুক্ত ৪১৮ নঙ দাগের ৫ শতাংশ জমি বাদী পক্ষ প্রাপ্য হন। মীমাংসায় সিদ্ধান্ত হয় যে.বিবাদী অদ্য হইতে ভূমির প্রকৃত মালিকের কাছে ভূমি হস্তান্তর করে দিবেন। ইহাতে কোন প্রকার ওজর আপত্তি নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস