ক্রীড়া সংগঠন আছে অনেক। তবে সবই রেজিস্টার্ড নয়। সবাই রেজিস্টেশন নেয়ার সুযোগটি পায়নি।তবে সোলী ক্লাব রেজিস্টার্ড সংগঠন।ছবিতে সনমানিয়া সোনালী ক্লাবের ভবনটি দেখতে পাচ্ছি। ভবনের সাথেই লাগোয় মহান শহীদ মিনার।ভেতরে আসবাব পত্রও বেশ উন্নত।ক্লাবটি সামাজিক তৎপরতাও আছে।একারনেই এটি একাধোরে ক্রীড়া সংগঠন আবার পাশাপাশি সামাজিক সংগঠনও বটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস