Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সনমানিয়া ইউনিয়ন

শীতলক্ষা ও ব্রহ্মপুত্র।এই দুটি নদ-নদী দুপাশ থেকে যত্নে ঘিরে রেখেছে সনমানিয়া ইউনিয়নকে। উত্তর পূর্ব থেকে বয়ে আসা ব্রহ্মপুত্র নদ নরসিংদী ও গাজীপুর জেলার সীমানা প্রচীর একেঁ রেখেছে সনমানিয়া গ্রামের  পূর্ব সীমা ধরে।এখানে বানার খাল নামে একটি স্রোতধারা ব্রহ্মপুত্র নদে এসে নিবেদিত হয়েছে। বহমান কালের স্বাক্ষী বহনকারী এই ব্রহ্মপুত্র নদের দক্ষিণ বা শেষ প্রান্ত ঘিঘাট। অতি প্রাচীন আর বিরাট বিরাট অশ্বথ্থ গাছের অপরূপ সমাহার এখানে।বিরাট আর বিশালতা উপলব্ধি করার এটি আদর্শ স্থান।কিছুক্ষনের জন্যে হলেও মনটা স্থির হয়ে যায়। এক অদভুত প্রশান্তির ঝিরঝিরে হাওয়া। পূবে হিন্দুদের তীর্থস্থান এর স্নান ঘাট।কাপাসিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সনমানিয়া ইউনিয়ন। কালপরিক্রমায় আজ সনমানিয়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় দিনকে দিন আধুনিক আর সমুজ্জ্বল।অসংখ্য ব্যায়বহুল পাকা মসজিদ।সনমানিয়ার বানার পারের তারা খচিত মসজিদ,সায়েবআলী বাজারের কাছে তমির কান্দার মোড়ে উজ্জল নীল রঙ করা বড় মসজিদ, আড়াল বাজার জামে মসজিদ, আড়াল মিয়াপাড়া জামে মসজিদ এর গুটি কয়েক উদাহরন।হিন্দুদের মন্দিরের সংখ্যাও কমনা।কালি বাড়ি, আড়াল বাজার ব্রিজের দক্ষিনের কয়েকটি স্থাপনা, ঐতিহ্যবাহী ঘোরশ্বাব এর কীর্তনখোলা, শ্বশান ঘাট ইত্যাদি।বস্তুত হিন্দু ও মুসলিম এই দুই ধর্মাবলম্বীদের পাশাপাশি গুটি কয়েক পরিচ্ছন্ন কর্মী ভিন্ন কোন ধর্মাবলম্বি হিসেবে আড়াল বাজারের পাশে আছেন।পারস্পরিক সম্প্রীতি মমতা আর সহযোগীতার সেতুবন্ধন এক শ্বাশত সত্যের আলোয় ধর্ম তথা দলমত সহিষ্ণুতার উদাহরন দেখা যায় এখানে।এক সম্ভাবনাময় জনগোষ্ঠী!চল্লিশহাজার জনগনের এই পৌনে চব্বিশ বর্গ কিলোমিটারের জল ও স্থলভূমি।অপেক্ষা শুধু সঠিক মূলবোধ আর মেধা ও দক্ষমান সেবার শ্রমশক্তি অর্জনের প্রক্রিয়ায় আলোকিত পাড়া গঠনের মূল কাজের সূচনা করা।আমাদের সনমানিয়া আমাদের গর্ব।

ক) নাম– ৬নংসনমানিয়াইউনিয়নপরিষদ।

খ) আয়তন–২৩.৭৩(বর্গকিঃমিঃ)

গ) লোকসংখ্যা– ৩০,০২৪জন(প্রায়) (২০১১সালেরআদমশুমারিঅনুযায়ী)

ঘ) গ্রামেরসংখ্যা– ১৫টি।

ঙ) মৌজারসংখ্যা– ১৩টি।

চ)অফিসের সংখ্যা-১০টি।

চ) হাট/বাজারসংখ্যা-১টি।

ছ) উপজেলাসদরথেকেযোগাযোগমাধ্যম– বাস,সিএনজি/নসিমন।

জ) শিক্ষারহার– ৪৯%।(২০০১এরশিক্ষাজরীপঅনুযায়ী)