Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পৃবতনচেয়ারম্যানবৃন্দ

পঞ্চায়েত ব্যবস্থার শুরুতে সনমানিয়া গ্রামের কাজী বাড়ির আউয়াল কাজীর দাদা ছায়েব আলী কাজী ইউনিয়নের প্রথম পঞ্চায়েত নির্বাচিত হন। তৎকালীন ভাওয়াল রাজা এই নির্বাচন কাজটি করেন। সেখান থেকেই সনমানিয়া ইউনিয়নের নামকরন হয়।এর পর থেকে পর্যায়ক্রমে পঞ্চায়েত প্রথা আমল ছিল তখন। পঞ্চায়েত আমল শেষ হলে আসলেঅ প্রেসিডেন্ট আমল।প্রেসিডেন্ট আমলে কারা কারা দায়িত্ব পালন করে গেছেন সেই তথ্যের অনুসন্ধান চলছে। একসময় পেসিডেন্ট আমলো শেষ হলো। এলো চেয়ারম্যান মেম্বার পদ্ধতির স্থানীয় সরকার ব্যবস্থা।এসময় প্রচলন ঘটল গনভোটের। ইউনিয়নের প্রথম চেয়ারম্যান এম এ গণি। তিনি একাধারে ৫ টার্ম চেয়ারম্যান ছিলেন। এর পর আসলেন ফজলুল হক ভূঞা।তিনি এক টার্ম ছিলেন। পরে তার মৃত্যু হয়।এরপর নির্বাচিত হলেন জালালউদ্দিন ফকির চানমিয়া। তিনি একাধারে ২টার্ম চেয়ারম্যান ছিলেন।বর্তমানে সিরাজ উদ্দিন বি এস সি সাহেব চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। আমরা তার সাফল্য কামনা করি।